Country 6 months ago

BSP chief Mayawati met President Murmu : রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করলেন বিএসপি প্রধান মায়াবতী

BSP chief Mayawati met President Murmu

 

নয়াদিল্লি , ২৯ আগস্ট  : সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো মায়াবতী।

বৈঠকের ছবি শেয়ার করে রাষ্ট্রপতির সচিবালয় এ তথ্য জানায়। বিএসপি প্রধান রাষ্ট্রপতি মুর্মুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মুর্মুর সঙ্গে এটাই ছিল মায়াবতীর প্রথম বৈঠক।

You might also like!