Country

1 week ago

BSF recovers Pakistani drone:ভারত-পাকিস্তান সীমান্ত থেকে পাকিস্তানি ড্রোন উদ্ধার বিএসএফের

BSF recovers Pakistani drone
BSF recovers Pakistani drone

 

চন্ডিগড়, ১৬ নভেম্বর : ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ফের পাকিস্তানি ড্রোন উদ্ধার করল বিএসএফ । বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশ ও বিএসএফ পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছে। এই নিয়ে টানা তিনদিন ভারত-পাকিস্তান সীমান্ত থেকে পাকিস্তানি ড্রোন উদ্ধার হল ।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছে, তারন তারান জেলার কালাশ হাভেলিয়ান গ্রামে পাঞ্জাব পুলিশের সহযোগিতায় একটি তল্লাশি অভিযান চালান হয়েছিল। সেখান থেকেই এদিন ডিজেআই মাভিকা-থ্রি ক্লাসিক ড্রোন উদ্ধার করা হয়েছে। এই ড্রোনটি ‍চিনে তৈরি। বেশ কিছুদিন ধরেই ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকা থেকে চিনে তৈরি ড্রোন উদ্ধার করছে। তদন্তের জন্য বিএসএফ ড্রোনটি এফএসএল-এর কাছে হস্তান্তর করেছে।

You might also like!