Country

1 week ago

Ashok Gehlot: ফের কংগ্রেস সরকারের প্রত্যাবর্তন করুন, রাজস্থানের জনগণের কাছে আহ্বান অশোক গেহলটের

Bring back the Congress government, Ashok Gehlot appeals to the people of Rajasthan
Bring back the Congress government, Ashok Gehlot appeals to the people of Rajasthan

 

জয়পুর, ২১ নভেম্বর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। জনগণের মন জয় করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে রাজস্থানে পুনরায় কংগ্রেস সরকারকে জেতানোর জন্য রাজ্যের জনগণের কাছে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। মঙ্গলবার সকালে গেহলট বলেছেন, "আমাদের সরকারকে পুনরায় জেতানোর জন্য আমি জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আমার শাসনকালে যে সমস্ত প্রকল্প ও আইন তৈরি হয়েছে এবং যে সমস্ত নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেগুলি বড়সড় প্রভাব ফেলেছে। সরকার পুনরায় গঠিত হলে এই নিশ্চয়তাগুলি বাস্তবায়ন করা হবে।"

মঙ্গলবারই রাজস্থান বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লি থেকে এদিন সকালেই জয়পুরে আসেন খাড়গে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা শচীন পাইলটের উপস্থিতিতে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন খাড়গে। এ বিষয়ে অশোক গেহলট বলেছেন, "আমাদের সভাপতি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে আসছেন, তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। নির্বাচনে জয়ী হওয়ার পর গতবারও, প্রথম মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনী ইস্তেহারের নিশ্চয়তা অনুমোদিত হয়েছিল, এটাই আমাদের কাজ করার ধরণ।"

You might also like!