Country

1 year ago

Brinda Karat: বিজেপিকে তোপ বৃন্দা কারাটের, বললেন মোদীর গ্যারান্টি কাজ করল না

Brinda Karat (File Picture)
Brinda Karat (File Picture)

 

নয়াদিল্লি, ৫ জুন: লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিজেপিকে বিঁধলেন সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট। কটাক্ষ করে তিনি বলেছেন, মোদীর গ্যারান্টি আর কাজ করল না। এবারের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, এনডিএ জোটের সাহায্য নিয়েই সরকার গঠন করতে হবে বিজেপিকে।

আর তা নিয়েই কটাক্ষ করলেন বৃন্দা কারাট। তিনি বলেছেন, "এই ফল মোদী ও তাঁর এজেন্ডার জন্য বড় ধাক্কা। তাঁদের ধারণা ভারতের জনগণ গ্রহণ করেনি। মোদীজির গ্যারান্টি কাজ করেনি। বিজেপিকে এখন জোট সরকার চালাতে হবে... বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাঁরা যদি এটাকে জয় বলে মনে করে, তাহলে ভারতের জনগণ তাঁদের বারবার এমন জয় উপহার দিতে প্রস্তুত... উত্তর প্রদেশ আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির।একটি উদাহরণ, যা তাঁরা ধ্বংস করার চেষ্টা করেছে।"


You might also like!