Country

2 weeks ago

Bridge broke again in Bihar:বিহারে আবার ভাঙলো সেতু, হতাহতের খবর নেই

Bridge broke again in Bihar
Bridge broke again in Bihar

 

পাটনা, ৪ জুলাই : বিহারে ফের ভেঙে পড়ল সেতু। এই নিয়ে গত ১৭ দিনে মোট ১২ টি সেতু ভেঙে পড়ল। বৃহস্পতিবার বিহারের সারন জেলায় গণ্ডকী নদীর উপর থাকা একটি সেতু ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাছেই রাস্তার কাজ চলছিল। সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে।

উল্লেখ্য, গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। এর পর ক্রমে পূর্ব চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফ্‌ফরপুরে সেতু ভেঙেছে। ৩ জুলাই সিওয়ানে তিনটি সেতু এবং সারনে দু’টি সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন সংযোজন সারনের আরও একটি সেতু।

You might also like!