Country

1 week ago

Tension in Nuh : মসজিদ থেকে ইটবৃষ্টি, মন্দিরে যাওয়ার পথে আক্রান্ত মহিলারা

Tension in Nuh (Collected)
Tension in Nuh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো করতে যাওয়ার পথে বেশ কয়েকজন মহিলার দিকে পাথর ছোড়া হয়। মসজিদ এলাকা থেকেই তাঁদের দিকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত হন ৮ জন। উত্তপ্ত হয়ে ওঠে হারিয়ানার নুহ। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। ডিএসপি জানান, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, আগস্ট মাসে হরিয়ানার নুহতে ব্যাপক সাম্প্রদায়িক হিংসায় ৬ জনের মৃত্যু হয়।সেই ঘটনার তিন মাসের মধ্যে ফের হিংসার ঘটনা ঘটলো সে রাজ্যে। 

নুহের পুলিশ সূত্রে খবর, কয়েকজন মহিলা ও শিশু মিলে কুয়ো পূজন করতে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। মসজিদ এলাকা পেরনোর সময়েই আক্রান্ত হন তাঁরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ। আহত হন ৮ জন মহিলা। প্রাথমিকভাবে অনুমান, মসজিদ এলাকা থেকে কয়েকজন নাবালাক পাথর ছুড়ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় এসপি জানান, ঘটনাস্থলের ভিডিও খতিয়ে দেখছেন তাঁরা। মসজিদ সারানোর কাজ চলছিল, সেখান থেকেই মহিলাদের দিকে পাথর ছোড়া হয়। আপাতত অভিযুক্ত নাবালকদের জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেই দাবি পুলিশের। ঘটনার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।

তবে শুক্রবার সকাল থেকে ফের অশান্তি শুরু হয় নুহতে। পাথর ছোড়ার ঘটনায় প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ডিএসপি বীরেন্দ্র সিং। সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, “ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, আগস্ট মাসে সাম্প্রদায়িক হিংসার পরে দীর্ঘদিন অশান্ত ছিল নুহ। বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই ফের অশান্তি নুহতে।

You might also like!