Country

7 months ago

Narendra Modi:স্বাধীন ভারতে জন্মেছি, আমার স্বপ্নও স্বাধীন চিন্তাশীল : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : স্বাধীন ভারতে আমি জন্মেছি, আমার স্বপ্নও স্বাধীন চিন্তাশীল। বুধবার রাজ্যসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেস বলছে, আমরা পিএসইউ (পাবলিক সেক্টর উদ্যোগ) বিক্রি করে ধ্বংস করেছি। আমি তাঁদের কাছে জানতে চাই, কারা বিএসএনএল ও এমটিএনএল ধ্বংস করেছে? কংগ্রেসের অধীনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড-এর অবস্থা স্মরণ করুন। তাঁরা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং এয়ার ইন্ডিয়া ধ্বংস করেছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "কংগ্রেস এবং ইউপিএ নিজেদের ব্যর্থতা থেকে পালাতে পারে না। এখন যে বিএসএনএল আপনারা ধ্বংস করেছেন, তা মেড ইন ইন্ডিয়া ৪জি এবং ৫জি-র দিকে যাচ্ছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড রেকর্ড রাজস্ব উৎপাদন দেখাচ্ছে এবং এটি এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার উৎপাদন কারখানা হয়ে উঠেছে। আমরা গল্পের মোড় ঘুরিয়েছি। এখন ভারতীয় জীবন বীমার শেয়ার রেকর্ড ভাঙছে।"


You might also like!