Country

1 year ago

Narendra Modi : প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্বলিত বই প্রকাশিত, নতুন ভারত সম্পর্কে রয়েছে দৃষ্টিভঙ্গি

Book related to PM's speech innagurated
Book related to PM's speech innagurated

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগুচ্ছ নির্বাচিত বক্তৃতা সম্বলিত একটি বই শুক্রবার প্রকাশিত হয়েছে। এদিন নতুন দিল্লির আকাশবাণী ভবনে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর বক্তৃতার সংগ্রহ। "সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস - Prime Minister Narendra Modi Speaks (মে ২০১৯- মে ২০২০)", নামের বইটিতে নতুন ভারত সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন টুইট করে জানিয়েছেন, "দশটি খন্ডে বিভক্ত এই বক্তৃতা হল স্বনির্ভর ভারত, নাগরিক-প্রথম সুশাসন, কোভিড-১৯ থেকে মুক্তির সংগ্রাম, উদীয়মান ভারত, জয় কিষাণ, টেক ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া, শক্তিশালী ভারত, ক্লিন ইন্ডিয়া, সুস্থ ভারত, সক্ষম ভারত, চিরন্তন ভারত, আধুনিক ভারত এবং মন কি বাতই হল নতুন ভারতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির আয়না।


You might also like!