Country

1 year ago

Bombay High court issue notice : কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ; সেরাম, বিল গেটসকে নোটিশ বম্বে হাইকোর্টের

Bombay High court issue notice
Bombay High court issue notice

 

মুম্বই, ৩ সেপ্টেম্বর : কোভিশিল্ড টিকা নেওয়ার পর তাঁর ডাক্তার মেয়ের মৃত্যু হয়, তাই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলায় ভারত সরকার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এইমস-র ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রধান ভিজি সোমানি এবং অন্যান্যদের নোটিশ পাঠাল বম্বে হাইকোর্ট। দিলীপ লুনাওয়াত নামের ওই ব্যক্তির অভিযোগ, কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই তাঁর মেয়ে স্নেহাল লুনাওয়াতের মৃত্যু হয়েছে। কোভিড টিকার সুরক্ষা সম্পর্কে মিথ্যা দাবি করে তথ্যগুলিকে ভুলভাবে উপস্থাপন করা ও চিকিৎসকদের টিকা নিতে বাধ্য করার জন্য ভারত সরকার ও অন্যদের দায়ী করেছেন দিলীপ। ঔরঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনাওয়াত আদালতকে জানিয়েছেন, তাঁর মেয়ে একজন ডাক্তার এবং ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সিনিয়র লেকচারার ছিলেন। তিনি বলেন, ইনস্টিটিউটের সকল স্বাস্থ্যকর্মীর সঙ্গে তাঁর মেয়েকেও টিকা নিতে বাধ্য করা হয়। লুনাওয়াতের অভিযোগ, তাঁর মেয়েকে আশ্বস্ত করা হয়েছিল যে টিকা সম্পূর্ণ নিরাপদ ও কোনও ঝুঁকি নেই। লুনাওয়াত দাবি করেছেন, ভিজি সোমানি এবং রণদীপ গুলেরিয়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে জনগণকে আশ্বস্ত করেছিলেন যে কোভিড টিকা নিরাপদ। যদিও কোভিশিল্ড টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তাঁর মেয়ে ২০২১ সালের ১ মার্চ মারা যান। উল্লেখ্য, ২০২০ সালে ভারত ও অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য কোভিশিল্ড টিকা তৈরি এবং সরবরাহের প্রক্রিয়াকে গতিশীল করতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে নামে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

You might also like!