মুম্বাই, ৪ জুন : যাবতীয় এক্সিট পোলকে সাগরের জলে ছুঁড়ে ফেলে লোকসভা ভোটের ফল বিপরীত স্রোতে গড়াতেই সকাল থেকেই বিপর্যয়ের মতো ধসে পড়ে শেয়ার বাজার। যাকে বাজার ব্যাপারিরা রক্তস্নান বলে বর্ণনা করেছেন।
গণনা শুরু হতেই ব্যাপক লোকসান বম্বে স্টক এক্সচেঞ্জে। বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমে নিফটিও। এর পর
সেনসেক্সের সূচক পড়ে আরও বেশি। উল্লেখ্য, ভোটগণনার শুরুতে এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। সেই ইঙ্গিত মিলতেই ধস শেয়ার বাজারে।
গত ২ বছরের মধ্যে একদিনে সর্বনিম্ন ধস নেমেছে দালাল স্ট্রিটে। সেনসেক্স ৩৭০০ পয়েন্ট এবং নিফটি ২২,১৪০ পয়েন্ট নেমে গিয়েছে। সোমবার এক্সিট পোলের উপর নির্ভর করে যে উত্থান হয়েছিল, তা হুড়মুড় করে ভেঙে পড়ে মঙ্গলবার সকালে বাজার খুলতেই।
বেলা ১১টা পর্যন্ত যখন এনডিএ-ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন সেনসেক্স নেমে আসে ৩২০৩.৮২ পয়েন্টে অথবা ৪.১৯ শতাংশ। নিফটি ৯৭৩.৭০ পয়েন্ট পতন বা ৪.১৯ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিরোধীদের চোখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বন্ধু' গৌতম আদানির সহযোগী কোম্পানিগুলির বিশাল পতন হয়।
ভোটের ফলাফলের যে রকম প্রবণতা ধরা পড়ছে, সেই মুহূর্তে তার চিত্র ধরা পড়ছে দালাল স্ট্রিটেও। প্রতি সেকেন্ডে উত্থান-পতনের খেলা চলতে থাকলেও ভোটের ফল প্রকাশের দিন কয়েক লক্ষ কোটি টাকা যে জলে চলে গিয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।
জানা গিয়েছে, সবমিলিয়ে অন্তত ৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। বেলা সাড়ে এগারোটা নাগাদ চার হাজারেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। এখন দেখার দিনের শেষে শেয়ার বাজার কী বার্তা নিয়ে আসে ব্যাপারিদের পকেটে।