Country

9 months ago

BJP's Kangana Ranaut wins from Mandi:মান্ডি থেকে জয়ী বিজেপির কঙ্গনা রানাওয়াত

BJP's Kangana Ranaut wins from Mandi
BJP's Kangana Ranaut wins from Mandi

 

মান্ডি, ৪ জুন : প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই জয়ী হলেন কঙ্গনা রানাওয়াত। নির্বাচনে অভিষেক হয়েই ব্যাপক ভোটে জয়লাভ করলেন কঙ্গনা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত মান্ডি লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। কঙ্গনা রানাওয়াত কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন।

লোকসভা নির্বাচনে জয়ের পর স্বাভাবিকভাবেই খুশি কঙ্গনা। জয়ের পর ভক্ত ও তারকাদের কাছ থেকে প্রচুর অভিনন্দন পাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের আনন্দে পোস্ট শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন কঙ্গনা।


You might also like!