Country 5 months ago

বিজেপির নবান্ন অভিযানে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির

BJP's fact-finding committee recommends CBI

 

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : বিজেপির নবান্ন চলো অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হওয়ার ফলে হিংসার তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের ভারতীয় জনতা পার্টির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি শনিবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজ লালের নেতৃত্বে কমিটি সিবিআই তদন্তের সুপারিশ করেছে। কমিটি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবং অভিযোগ করেছে যে এটি রাজ্য সরকারের সঙ্গে "হ্যান্ড ইন গ্লোভ" ছিল। প্রসঙ্গত, এই কমিটিতে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, রাজ্যবর্ধন সিং রাঠোর, অপরাজিতা সারঙ্গি, সমীর ওরাওঁ, সমস্ত সাংসদ এবং সুনীল জাখর ১৩ সেপ্টেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষের পরে জেপি নড্ডা এই গঠন করেন।

You might also like!