অলওয়ার, ২১ নভেম্বর : বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজস্থানকে দাঙ্গামুক্ত রাজ্যে পরিণত করবে। রাজস্থানের জনগণকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের আলওয়ার জেলার কিষাণগড় বাস বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, "রাজস্থানের এই নির্বাচন শুধুমাত্র আমাদের প্রার্থীদের বিধায়ক বানানোর জন্য নয়। বরং এই নির্বাচন এমন একটি নির্বাচন যা আগামী দিনে বীরভূমি রাজস্থান ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আপনাদের একটি ভোট নিশ্চিত করবে, যে মোদীজি আবার ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন। এই নির্বাচনে আপনাদের একটি ভোট দুর্নীতিগ্রস্ত গেহলট সরকারকে উপড়ে ফেলতে সাহায্য করবে।" অমিত শাহ আরও বলেছেন, "মোদীজি পিএফআই নিষিদ্ধ করেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দমন এবং দেশকে সুরক্ষিত করতে কাজ করেছেন। কংগ্রেস দল এবং গেহলট সরকার অনগ্রসর শ্রেণী বিরোধী সরকার। কংগ্রেস এত বছর ধরে মণ্ডল কমিশনের রিপোর্টের বিরোধিতা করে চলেছে, কংগ্রেস অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। মোদীজি অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য কাজ করেছেন।"