গারো পাহাড়, ১৮ জানুয়ারি : এই অঞ্চলে একটি ভোটও পাবে না বিজেপি। মেন্দি পাথরের হ্যালিপ্যাড গ্রাউন্ডে সভা করে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল ক্ষমতায় এলেই মেঘালয়ে সোনালি দিন ফিরবে।
ভোটমুখী মেঘালয়ে প্রচারে এসে গোয়া মডেলেই আস্থা রাখার ইঙ্গিত দিলেন অভিষেক। বুধবার মেঘালয়ে ভোটপ্রচারে এসে রাজ্যের বিজেপি-এনপিপি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর আক্রমণের লক্ষ্য থেকে বাদ যায়নি গত বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া কংগ্রেসও। মেঘালয়ের বর্তমান জোট সরকারকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ করে উত্তর-পূর্বের এই রাজ্যটিতেও জোড়াফুল ফোটানোর ডাক দিয়েছেন তিনি।
এদিন তিনি বলেন, মেঘালয়ে তৃণমূল শক্তিশালী হচ্ছে। তাঁর দাবি, তৃণমূলকে ভোট দেওয়া মানেই দুর্নীতিকে উচ্ছেদ করা। উল্লেখ্য, মেঘালয়ে ৬০টি আসনের মধ্যে সবুজ শিবির প্রার্থী দিয়েছে ৫৫টি আসনে।
এদিন অভিষেকের হুঁশিয়ারি, গারো পাহাড়ে কোনও আসনেই জিততে পারবে না বিজেপি। অভিষেক মেঘালয়ের জন্য কিছুই করেনি বিজেপি। মেঘালয়ের মসনদে তৃণমূল এলে ফিরিয়ে আনা হবে হারিয়ে যাওয়া ‘সোনালি দিন’। তিনি বলেন, সেই সরকার হবে জনগণের সরকার। আরও বলেন, জোড়াফুল এবং জোড়াফুল পরিচালিত সরকার ‘মানুষের জন্য সরকার’ নীতিতে বিশ্বাসী। সেই সঙ্গে অভিষেকের ‘সাবধান বার্তা’, কংগ্রেসেকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া’।
বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্রকে বিঁধে অভিষেকের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি বিরোধী অন্য দলগুলি মাথা নত করলেও তৃণমূল মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে।
এদিন মেঘালয়বাসীর উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মেঘালয় রাজ্যকে শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্রই। অন্য রাজ্য থেকে মেঘালয় শাসন করা হবে না। উল্লেখ্য, এই কথা বলে তিনি আসলে কেন্দ্র সরকার এবং বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারকে কটাক্ষ করেছেন।