Country

1 week ago

Kailash Vijayvargiya:মধ্যপ্রদেশে ১৫০-এর বেশি আসনে জিতবে বিজেপি : কৈলাশ বিজয়বর্গীয়

Kailash Vijayvargiya
Kailash Vijayvargiya

 

ইন্দোর, ১৭ নভেম্বর : মধ্যপ্রদেশে বিজেপির জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। এবারের ভোটে তিনি ইন্দোর-১ বিধানসভা আসনের প্রার্থীও। শুক্রবার ভোটের দিন কৈলাশ বলেছেন, মধ্যপ্রদেশে ১৫০টিরও বেশি আসননে জিতবে বিজেপি।"

দিনের শুরুতে ইন্দোরের একটি মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। এরপর তিনি গণতন্ত্রের উৎসবে সামিল হন। ইন্দোরের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন কৈলাশ। তাঁর চোখে-মুখে সর্বদা আনন্দ লক্ষ্য করা গিয়েছে।


You might also like!