Country

9 months ago

Piyush Goyal:দিল্লির ৭টি আসনেই জিতবে বিজেপি: পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

নয়াদিল্লি, ২৩ মে : আগামী শনিবার ষষ্ঠ দফায় দিল্লির ৭ লোকসভা আসনেই ভোট। সেখানে প্রচারের শেষ পর্যায়ে এসে দিল্লিতে কয়টি আসন পাবে বিজেপি, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

বৃহস্পতিবার পীযূষ গোয়েল বলেন, দিল্লিতে আমরা ৭ টি আসনেই জিতব। ইন্ডি জোট সম্পূর্ণভাবে ব্যর্থ, তাদের কোন নেতাই নেই। আমরা যে প্রবণতা দেখছি এবং প্রধানমন্ত্রী মোদীকে মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, এনডিএ জোট নিশ্চিতভাবেই ৪০০-র বেশি পাবে।

এর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, তিনি প্রচারের জন্য জামিনে রয়েছেন, তাঁর বিরুদ্ধে এখনও অভিযোগ রয়েছে। আমি বিশ্বাস করি তিনি যে দুর্নীতি করেছেন তার জন্য তিনি কঠোর শাস্তি পাবেন। কেজরিওয়াল যত বেশি নির্বাচনী প্রচার করবেন, আদতে সেটায় বিজেপির উপকার হবে বলেও জানান পীযূষ গোয়েল।


You might also like!