শিমলা, ৩০ মে : হিমাচল প্রদেশের ৪টি লোকসভা আসনেই জিতবে বিজেপি। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, "জনগণ আমাদের সমর্থন করছে। হিমাচল প্রদেশের ৪টি লোকসভা আসনের সবকটিতেই জিতবে বিজেপি।" বৃহস্পতিবার শিমলায় বিজয় সংকল্প যাত্রায় অংশ নেন ধামি, তিনি শিমলা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরেশ কুমার কাশ্যপের সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় অংশ।
মানুষের মধ্যে উৎসাহ দেখে খুশি ব্যক্ত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, "জনগণ আমাদের সমর্থন করছেন। হিমাচল প্রদেশের ৪টি লোকসভা আসনের সবকটিতেই জিতবে বিজেপি। আমরা ইতিহাসের পুনরাবৃত্তি করব, ঐতিহাসিক সমর্থনে প্রধানমন্ত্রী মোদীকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য মনস্থির করেছে দেশ।"