মুম্বই, ১৫ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মূর্খের সর্দার' মন্তব্যের তীব্র সমালোচনা করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'জনপ্রিয়' নেতা আখ্যা দিয়ে সঞ্জয় রাউত বলেছেন, ৫ রাজ্যের ভোটেই হারবে বিজেপি। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "রাহুল গান্ধী এখন গোটা দেশে জনপ্রিয় এবং বিজেপি পাঁচটি রাজ্যে (রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা নির্বাচনে হারতে চলেছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মূর্খের সর্দার' মন্তব্যের তীব্র সমালোচনা করে সঞ্জয় রাউত বলেছেন, "তিনি (প্রধানমন্ত্রী মোদী) জানেন তিনিই (রাহুল গান্ধী) ২০১৪ সালে প্রধানমন্ত্রী হবেন। তাই তাঁকে তিনি ভয় পাচ্ছেন।" সঞ্জয় রাউত জোর দিয়ে বলেছেন, "রাহুল গান্ধী এখন গোটা দেশে জনপ্রিয়।"