Country

3 weeks ago

Manohar Lal Khattar:হরিয়ানায় আবারও বিজেপি সরকার গঠন করবে, আশাবাদী মনোহর লাল খাট্টার

Manohar Lal Khattar
Manohar Lal Khattar

 

ঝাজ্জর, ১৬ সেপ্টেম্বর : হরিয়ানায় আবারও সরকার গঠন করবে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। সোমবার হরিয়ানার ঝাজ্জরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির নেতৃত্বে বিজেপি হরিয়ানায় সরকার গঠন করবে। কংগ্রেস পরাজয়ের দিকে এগোচ্ছে, কারণ কোনও দলই তাঁদের সঙ্গে জোট করার জন্য হাত বাড়ায়নি। কংগ্রেসের নেতারা সংরক্ষণ, শিখদের নিয়ে অযৌক্তিক বক্তব্য রাখছেন।"

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা দেওয়ার প্রসঙ্গেও মুখ খুলেছেন খাট্টার। তিনি বলেছেন, "কেজরিওয়াল দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে চান, কিন্তু জনগণ তাঁকে স্বচ্ছ হতে দেবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেবে না।"

You might also like!