এটাওয়া: এবারের লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি। এমনই দাবি করলেন শিবপাল যাদব। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক শিবপাল যাদব বলেছেন, "ইন্ডি জোট বিজেপিকে পরাজিত করতে চলেছে, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। উত্তর প্রদেশের এটাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবপাল যাদব আরও বলেছেন, "চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে, এতেও সমাজবাদী পার্টি এবং ইন্ডি জোট জিতবে... বদায়ু, যশবন্তনগর, মইনপুরী ইত্যাদি এলাকায় গুন্ডামি করেছে সরকার। গণতন্ত্রে যা কাম্য নয়।"