জম্মু, ৯ সেপ্টেম্বর : বিজেপি জম্মু ও কাশ্মীরে শান্তি, প্রগতি ও সমৃদ্ধি চায়। জোর দিয়ে বললেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন তিনি। সোমবার জম্মু পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী অরবিন্দ গুপ্ত মনোনয়ন জমা দেন। তাঁর সমর্থনে সমাবেশে যোগ দেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর।
এদিন অনুরাগ বলেছেন, "ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ কংগ্রেসের সঙ্গে একত্রে পিএসএ বাতিল করতে এবং সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ী, পাথর ছোঁড়া এবং বিচ্ছিন্নতাবাদীদের মুক্তি দিতে চান। এতে বোঝাই যাচ্ছে, তাঁরা জম্মু ও কাশ্মীরকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। পাকিস্তানকে সমর্থন করতে তাঁদের বাধ্যবাধকতা কেন? আমরা শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি চাই।"