দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আমেরিকা সফরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপির। এবার বিজেপির সমস্ত অভিযোগ খন্ডন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, আমেরিকা সফর নিয়ে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি।
রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "বিজেপি আমেরিকায় আমার মন্তব্য নিয়ে মিথ্যা প্রচার করছে। আমি ভারতে এবং বিদেশের প্রতিটি শিখ ভাই ও বোনকে জিজ্ঞাসা করতে চাই - আমি যা বলেছি তাতে কি কিছু ভুল আছে? ভারত কি এমন একটি দেশ হওয়া উচিত নয় যেখানে প্রতিটি শিখ - এবং প্রতিটি ভারতীয় - নির্ভয়ে নিজেদের ধর্ম পালন করতে পারে? যথারীতি বিজেপি মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারা আমাকে চুপ করতে মরিয়া কারণ তারা সত্য দেখতো পারে না। তবে আমি সর্বদা সেই মূল্যবোধের পক্ষে কথা বলব যা ভারতকে সংজ্ঞায়িত করে: বৈচিত্র্য, সমতা এবং ভালবাসায় আমাদের ঐক্য।"