Country 6 months ago

BJP MLA Arvind Giri passes away : হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকালেই প্রয়াত উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি

BJP MLA Arvind Giri passes away

 

লখনউ, ৬ সেপ্টেম্বর : অকালেই প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার গোলা গোকরানাথ বিধানসভা আসনের বিধায়ক ছিলেন অরবিন্দ গিরি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় লখনউতে নিয়ে যাওয়া হচ্ছিল বিজেপি বিধায়ককে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গোলা গোকরানাথ বিধানসভা আসনের ৫-বারের বিধায়ক ছিলেন অরবিন্দ গিরি।

বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকবার্তায় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির প্রয়াণ বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।

You might also like!