Country

8 months ago

BJP is leading in all the seats in Delhi:দিল্লিতে সব ক'টি আসনেই এগিয়ে বিজেপি

BJP is leading in all the seats in Delhi
BJP is leading in all the seats in Delhi

 

নয়াদিল্লি, ৪ জুন  : দিল্লি ও পঞ্জাব দুই জায়গাতেই সরকার রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলের। কিন্তু লোকসভা নির্বাচনে গণনার এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিল্লি বা পঞ্জাব কোনও জায়গাতেই বিশেষ সুবিধা করতে পারছে না কেজরির দল। বেলা ১২টা পর্যন্ত হিসেব, দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত দাঁত ফোটানোর সুযোগই পাচ্ছে না আম আদমি পার্টি।

এদিকে আবার পঞ্জাবেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কেজরিওয়ালের দল। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। শিরোমণি অকালি দলের লিড রয়েছে ২টি আসনে এবং নির্দলরা এগিয়ে রয়েছে ২টি আসনে। যদিও ভোটগণনা এখনও চলছে এবং যেকোনও সময়ে খেলা ঘোরার সম্ভাবনাও থেকে যাচ্ছে।


You might also like!