বারাণসী, ২ জুন : শুক্রবার রোহানিয়া বৈরওয়ানে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিয়ে সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সাধারণ সম্পাদক শিবপাল সিং যাদব বিজেপিকে আক্রমণ করে বলেন, দেশ ও রাজ্যের মানুষ মুদ্রাস্ফীতি ও দুর্নীতিতে অতিষ্ঠ। বিজেপি দেশের জন্য কোনও কাজ করেনি, শুধু কৃষকদের জন্য দেখায়। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি কৃষক বিরোধী। দেশ ও রাষ্ট্রের মানুষ মূল্যস্ফীতি ও দুর্নীতিতে অতিষ্ঠ। কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় আসার জন্য বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করেনি। তিনি আরও বলেন, সমাজবাদী পার্টি তার সংগঠনকে শক্তিশালী করবে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে পরাজিত করবে।
এদিন তিনি মোহনসরাই পরিবহন নগর যোজনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা মহাপঞ্চায়েতে শিবপাল যাদবের সঙ্গে দেখা করেন। এ সময় শিবপাল যাদব পুলিশের ভাঙচুর ও লাঠিচার্জে আহত কৃষকদের কাছ থেকে পুরো ঘটনার তথ্য নেন।
মহাপঞ্চায়েতে পৌঁছলে দলের প্রবীন নেতা ও প্রাক্তন রাজ্য মন্ত্রী সুরেন্দ্র প্যাটেল, জেলা সভাপতি সুজিত যাদব লক্কর, প্রাক্তন বিধায়ক কৈলাশ সোনকর প্রমুখ তাঁকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনারসে পৌঁছেছিলেন শিবপাল সিং যাদব। বাবাপুর মোড় থেকে শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। সার্কিট হাউসে শিবপাল যাদবের সঙ্গে দেখা করেন দলের নেতারা।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে শিবপাল যাদব তীব্র নিশানা করেন কেন্দ্র ও রাজ্য সরকারকে।