শ্রীনগর, ২১ আগস্ট : জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের তরফে রাম মাধব এবং জি কিষাণ রেড্ডিকে দায়িত্বভার দিলো ভারতীয় জনতা পার্টি। তাঁদের এই দায়িত্ব সঁপেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রসঙ্গত, উপত্যকায় দলের সংগঠনকে আরও শক্তশালী করে নির্বাচন পরিচালনা করতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিনটি ধাপে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।