Country

2 weeks ago

Mehbub Beg: বিজেপি মহারাজা হরি সিংকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে : মেহবুব বেগ

Mehbub Beg
Mehbub Beg

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিজেপি মহারাজা হরি সিংকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে। কটাক্ষ করে বললেন পিডিপি নেতা মেহবুব বেগ। প্রাক্তন সাংসদ এবং পিডিপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) মেহবুব বেগ বলেছেন, মহারাজা হরি সিংকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে বিজেপি। একটি বিবৃতিতে বেগ মন্তব্য করেছেন, মহারাজা হরি সিং-এর জন্মবার্ষিকীতে ছুটি ঘোষণাকে ঘিরে যে নাটকীয়তা চলছে তা প্রহসন ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, বিজেপিকে অবশ্যই জানাতে হবে কেন তারা রাজ্য বিষয়ের মর্যাদা কমিয়ে দিয়েছে, যা মহারাজার এত প্রিয় ছিল। তাদের অবশ্যই আমাদের জানাতে হবে কেন তারা জম্মু, কাশ্মীর এবং লাদাখের লোকদের পরিচয় নিয়ে খেলা করেছে – যা মহারাজার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল।


You might also like!