Country

1 week ago

BJP candidate Ravinder Raina :জম্মু ও কাশ্মীরের নির্বাচনে ভোট দিলেন বিজেপি প্রার্থী রবিন্দর রায়না

BJP candidate Ravinder Raina voted in Jammu and Kashmir elections
BJP candidate Ravinder Raina voted in Jammu and Kashmir elections

 

শ্রীনগর, ২৫ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের নির্বাচনে নৌসেরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবিন্দর রায়না সকালেই হাজির হন ভোট দিতে। তিনি রাজৌরি জেলার লাম্বারি এলাকার একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

রবিন্দর রায়না বলেছেন, আজ গণতন্ত্রের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। কারণ জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার নির্বাচনে ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করছে। নৌসেরা আসনের সীমান্তবর্তী এলাকায় ভোটারদের সংখ্যা বেশি।

উল্লেখ্য, বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

You might also like!