Country

3 weeks ago

Narendra Modi :মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডাজি : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর: জন্মজয়ন্তীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডাজি। এই উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন বিরসা মুন্ডাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভগবান বিরসা মুন্ডা জি মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষার জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন। তাঁর জন্মবার্ষিকী 'আদিবাসী গর্ব দিবস'-এর শুভ মুহূর্তে তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা।"

You might also like!