Country

1 year ago

Gold Recovered :বড় সাফল্য পেল শুল্ক দফতর, তিরুচিরাপল্লি বিমানবন্দরে দু'টি সোনার বিস্কুট ও গয়না উদ্ধার

Two gold biscuits and jewelery recovered at Tiruchirappalli airport
Two gold biscuits and jewelery recovered at Tiruchirappalli airport

 

তিরুচিরাপল্লি, ১৩ নভেম্বর : বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। সোমবার তিরুচিরাপল্লি বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে দু'টি সোনার বিস্কুট-সহ গয়না উদ্ধার করেছে শুল্ক দফতর। শুল্ক দফতর জানিয়েছে, তিরুচিরাপল্লি বিমানবন্দরে দু'জন বিমান যাত্রীর কাছ থেকে অবৈধ সোনার বিস্কুট ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও গয়নার ওজন প্রায় ৯৪ গ্রামের কাছাকাছি।

এর আগে গত শনিবারও শুল্ক দফতর তিরুচিরাপল্লি বিমানবন্দরে একজন পুরুষ যাত্রীর থেকে সাতটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছিল, যার ওজন ছিল ৭০০ গ্রামের কাছাকাছি। তার সঙ্গে ৯৪ গ্রামের সোনার গয়নাও উদ্ধার হয়। রবিবার শুল্ক দফতর এই তথ্য জানিয়েছিল।


You might also like!