Country 5 months ago

Bharat Jodo Yatra : কোচির পারম্বয়ম জুমা মসজিদ থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, পঞ্চদশতম দিনে পড়ল এই পদযাত্রা

Bharat Jodo Yatra

 

কোচি, ২২ সেপ্টেম্বর : মনে হচ্ছে এই যেন শুরু হয়েছিল, দেখতে দেখতে পঞ্চদশতম দিনে পড়ল কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। বৃহস্পতিবার সকালে কেরলের কোচির পারম্বয়ম জুমা মসজিদ থেকে শুরু 'ভারত জোড়ো যাত্রা', কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিনও পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা।

জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে এদিন পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা-কর্মীরা। আলুভার ইউসি কলেজ থেকে এদিনের ভারত জোড়ো যাত্রা শুরু হয়। ১৯২৫ সালে সেখানে জাতির জনক মহাত্মা গান্ধী কর্তৃক রোপণ করা একটি আম গাছে শ্রদ্ধা নিবেদন করেন রাহুল গান্ধী। এরপর লাক্ষাদ্বীপ থেকে আনা একটি চারাগাছ রোপণ করেন রাহুল। প্রসঙ্গত, এদিনই এর্নাকুলাম পৌঁছে যায় পদযাত্রা।

You might also like!