Country

3 weeks ago

Bharat Bandh : বিহারের জেহানাবাদে ভারত বনধ, ৮৩ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ

Supreme Court (symbolic picture)
Supreme Court (symbolic picture)

 

জেহানাবাদ, ২১ আগস্ট : তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিলের প্রতিবাদে পথে নেমেছেন দলিত, আদিবাসীরা। বুধবার ভারত বনধের ডাক দিয়েছে ‘ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা (এনএসিডিএওআর)। বহুজন সমাজ পার্টি (বিএসপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দলও তাদের ডাকা বনধে সমর্থন জানিয়েছে।

বুধবার সকালে বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে বিহারের জেহেনাবাদ জেলায়। সেখানে ভারত বনধ সমর্থকরা উন্টায় ৮৩ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাঁড়িয়ে পড়ে অনেক ট্রাক। উল্লেখ্য, সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে 'সংরক্ষণ বাঁচাও সংগ্রাম সমিতি' বুধবার দিনব্যাপী ভারত বনধ পালন করছে।

প্রসঙ্গত, সম্প্রতি শীর্ষ আদালত একটি মামলার রায়ে জানায়, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যাঁরা আর্থিক ভাবে স্বচ্ছল তাঁদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে তফসিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিক সিঁড়িতে যাঁরা একেবারে নীচে রয়েছেন, সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাঁদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়-সহ সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছ’জন ‘কোটার মধ্যে কোটা’-র পক্ষে রায় দেন।

You might also like!