দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃতীয় এনডিএ-র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী হিসাবে টানা সাত বার বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙেন নির্মলা।
কেন্দ্রীয় বাজেট সম্পর্কে, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, গতকাল অর্থমন্ত্রী ২০২৪-২৫ সালের বাজেট পেশ করেছেন ৷ বাজেটটি দেশের মানুষের সর্বোত্তম স্বার্থ, সমাজের প্রতিটি শ্রেণীর স্বার্থ দেখেই হয়েছে৷ বিশেষ করে তার মধ্যে আছে নারী ও কৃষকদের স্বার্থে ঘোষিত অনেকগুলি প্রকল্প। তিনি এও বলেন, আবাসন ক্ষেত্রে, ১ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগও হবে।