দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ হাজার ৪৮০ কোটি টাকা খরচে গড়ে উঠেছিল ঝাঁ চকচকে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে, সপ্তাহ পার হয় নি তার উদ্বোধনের তারই মধ্যে ঘটল এক চরম বিপত্তি। শুক্রবার রাতে ভারী বর্ষণের কারণে সম্পূর্ণ ডুবে গেল এই এক্সপ্রেসওয়ে টি।
চলতি বছরেই রয়েছে কর্নাটকে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত ১২ মার্চ ওই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এর যে একটি আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে উদ্বোধনের ৬ দিনের মধ্যে বৃষ্টিতে রাস্তায় জল জমার ছবি প্রকাশ্যে আসায় গেরুয়া সরকার খানিক অপ্রস্তুতিতে পড়েছে।এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যাতায়াত ব্যবস্থাকে আরো সুগম করা, সে কারনে ১১৮ কিমি লম্বা এই এক্সপ্রেসওয়ের পরিকল্পনা করা হয়।
উল্লেখ্য, জল জমার কারণে ওই রাস্তা দিয়ে ধীর গতিতে চলছে যান। যার জেরে যানজটে দুর্ভোগে নিত্যযাত্রীরা। যে এলাকায় জল জমেছে সেখানে উপরে একটি সেতু রয়েছে। অতীতেও ওই সেতুর নীচে বৃষ্টিতে জল জমেছিল।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে এই রাস্তার উদ্বোধন করে কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘‘কংগ্রেস মোদীর কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক। কিন্তু তারা জানে না, দেশের মা, বোনেদের যে ভালবাসা আমার সঙ্গে রয়েছে তা-ই আমার রক্ষাকবচ হিসাবে কাজ করে। ওরা (কংগ্রেস) মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখতে থাকুক, আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকা সহজ করি।’কিন্তু একরাতের বৃষ্টি তে রাস্তার এই হাল দেখে বর্তমানে বিভিন্ন মহলে না না কথা শোনা যাচ্ছে।