নয়াদিল্লি, ২২ মে: আগামী ২৫ মে দিল্লিতে ভোট, তার আগে দিল্লিবাসীকে সতর্ক করলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। তিনি বলেছেন, "বিজেপির ষড়যন্ত্রে প্রলুব্ধ হবেন না।" বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "আমি দিল্লিবাসীকে সতর্ক করতে চাই - বিজেপির ষড়যন্ত্রে প্রলুব্ধ হবেন না। আমি বিজেপিকেও বলতে চাই - আপনারা দিল্লির জনগণকে বোকা বানাতে পারবেন না, তাঁরা এবার ইন্ডি জোটকে ৭টি আসন দিতে চলেছে...আমরা অবিলম্বে হরিয়ানা সরকারকে চিঠি দেব। যদি প্রয়োজন হয়, আমরা আদালতে একটি জরুরী আবেদনও করব...হরিয়ানা সরকারের কাছে আমাদের চিঠির বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব।"
দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী আরও বলেছেন, "২৫ মে (দিল্লিতে) ভোটের আগে এএপি-কে নিশানা করেছে বিজেপি, দিল্লির জনগণকেও বিভ্রান্ত করার জন্য একটি নতুন ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রে বিজেপি তাঁদের হরিয়ানা সরকারের মাধ্যমে দিল্লির জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে। দিল্লির জনগণকে বিভ্রান্ত করতে এবং এখানে জলের সঙ্কট সৃষ্টি করতে এমনটা করা হয়েছে। দিল্লিতে যমুনার জল সরবরাহ বন্ধ করা হচ্ছে... একটি তদন্তে জানা গিয়েছে, হরিয়ানা সরকার দিল্লিতে যমুনার জলের প্রবাহ বন্ধ করছে।"