বাদামপাহার (ওডিশা), ২১ নভেম্বর : যে কোনও এলাকার উন্নয়ন নির্ভর করে ওই এলাকার যোগাযোগের ওপর। রেল হোক অথবা রাস্তা কিংবা ডাক পরিষেবা, সমস্ত পরিষেবাই মানুষের জীবনকে সহজ করে তোলে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওডিশার বাদামপাহার রেল স্টেশন থেকে তিনটি নতুন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। পাশাপাশি নতুন রায়রংপুর ডাক বিভাগের উদ্বোধন; রায়রংপুর ডাক বিভাগের একটি স্মারক বিশেষ প্রচ্ছদ প্রকাশ এবং ওডিশার বাদামপাহার রেলওয়ে স্টেশন থেকে বাদামপাহার রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওডিশার রাজ্যপাল রঘুবর দাস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন বলেছেন, "সেল ফোন এবং কুরিয়ার পরিষেবার ক্রমবর্ধমান প্রবণতা সত্ত্বেও, ইন্ডিয়া পোস্ট নিজস্ব প্রাসঙ্গিকতা হারায়নি। রায়রংপুরে একটি নতুন ডাক বিভাগের উদ্বোধন এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেন, এই এলাকার মানুষ এখন সহজেই ডাক পরিষেবা পেতে সক্ষম হবেন। রাষ্ট্রপতি বলেছেন, কেন্দ্রীয় সরকার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের তুলনায় বর্তমান বাজেট প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আদিবাসীদের উন্নয়ন ছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অসম্পূর্ণ। সেজন্য সরকার আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে।