Country

8 months ago

বায়ুসেনার শক্তি বাড়াবে কমব্যাট হেলিকপ্টার

Kombact Halicopter
Kombact Halicopter

 

দুরন্ত বার্তা ডিজিতাল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনাকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধ করতে সোমবার রাজস্থানের জোধপুরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ অন্তর্ভুক্ত হল ভারতীয় বায়ুসেনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।  

কমব্যাট হেলিকপ্টার  প্রসঙ্গে টুইটারে রাজনাথ  সিং তার উচ্ছাস প্রকাশ করে বলেছেন-ই কপ্টার পেয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল। 

হ্যাল সূত্রে জানানো হয়েছে, এই হেলিকপ্টারটি বিশ্বে একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬,৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে বা নামতে পারে। যা ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে সক্ষম। প্রযুক্তিগত ভাবে আধুনিক এই হেলিকপ্টার থেকে হিমালয়ের উচ্চতাতেও অনবরত নজরদারি ও আক্রমণ করা যাবে। আবহাওয়া যেমনই হোক এই হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে নিখুঁত কাজ করতে সক্ষম। 


You might also like!