নয়াদিল্লি, ৬ অক্টোবর : দিল্লি পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের আত্মহত্যার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ৫৮ বছর বয়সী ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় বাড়ি ওই পুলিশ কর্মীর। মৃতের নাম-বেন্নি (৫৮)। পঞ্জাবি বাগের পুলিশ কলোনির বাড়িতে থাকতেন তিনি। আউটারে ডিস্ট্রিক্টে পোস্টিং ছিল তাঁর।
দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, বুধবার রাত ৮.৫০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, বেন্নি নামে একজন সাব-ইন্সপেক্টর আত্মঘাতী হয়েছেন। বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।