Country

3 weeks ago

Jammu and Kashmir:তুষারপাতে অবরুদ্ধ বান্দিপোরা-গুরেজ সড়ক, আটকে পড়ল প্রায় ২০টি গাড়ি

Bandipora-Gurej road blocked by snow, around 20 vehicles stuck
Bandipora-Gurej road blocked by snow, around 20 vehicles stuck

 

শ্রীনগর, ১২ নভেম্বর : তুষারপাতের ফলে অবরুদ্ধ হয়ে পড়ল বান্দিপোরা-গুরেজ সড়ক। সব ধরনের গাড়ি চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই তুষারপাতের কারণেই সোমবার গভীর রাতে আটকে প্রায় প্রায় ২০টি গাড়ি। পরে বিআরও, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বান্দিপোরা জেলা প্রশাসনের সাহায্যে আটকে পড়া গাড়িগুলিকে উদ্ধার করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে জাদখুস নালাহ এবং রাজদান টপের কাছে তুষারপাতের ফলে আটকে পড়ে কমপক্ষে ২০টি গাড়ি। পরে সেই গাড়িগুলিকে উদ্ধার করা হয়। তুষারপাতের জেরে আপাতত বন্ধ রয়েছে বন্ধ বান্দিপোরা-গুরেজ রোড।

You might also like!