Country

6 days ago

Uttar Pradesh: নেকড়ের আতঙ্কে ঘুম উড়েছে বাহরাইচে, হিংস্র জন্তুর হামলায় আহত শিশুকন্যা

Uttar Pradesh's Bahraich is reeling from the fear of man-eating wolves
Uttar Pradesh's Bahraich is reeling from the fear of man-eating wolves

 

বাহরাইচ, ৩ সেপ্টেম্বর : মানুষখেকো নেকড়ের ভয়ে উত্তর প্রদেশের বাহরাইচ তটস্থ। কিছুতেই ধরা যাচ্ছে না মানুষখেকো দুই নেকড়ে-কে। এখনও দু’টি নেকড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সোমবার রাতে নেকড়ের হানায় ৫ বছরের এক শিশুকন্যা আহত হয়েছে। সিএইচসি ইনচার্জ মাহাসি বলেছেন, সোমবার গভীর রাতে নেকড়ের হামলায় ৫ বছরের এক শিশুকন্যা আহত হয়েছে। ওই শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুকন্যার এক আত্মীয় ওয়াসি আহমেদ বলেছেন, রাতে খাবার খাওয়ার পর সে তাঁর মায়ের সঙ্গে ঘুমিয়েছিল, সেই সময় একটি নেকড়ে আসে এবং তাঁকে আক্রমণ করে। চিৎকার শুনে নেকড়ে পালিয়ে যায়। বাড়িতে কোনও দরজা না থাকায় নেকড়ে ঢুকে পড়ে।

You might also like!