দেরাদুন, ২৬ আগস্ট : প্রবল বৃষ্টির জেরে সোমবারও বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। বিগত কয়েকদিন ধরে নন্দপ্রয়াগের কাছে বন্ধ রয়েছে এই রাস্তা। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ে আটকে পড়েছেন বহু পর্যটক। দ্রুত রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে তৎপর প্রশাসন।