Country

2 weeks ago

Badrinath highway blocked by heavy rain:ভারী বৃষ্টিতে অবরুদ্ধ বদ্রীনাথ হাইওয়ে, রুদ্রপ্রয়াগে মৃত্যু ৪ নেপালি নাগরিকের

Badrinath highway blocked by heavy rain
Badrinath highway blocked by heavy rain

 

দেহরাদূন, ২৩ আগস্ট : প্রবল বৃষ্টিতে আবারও দুর্যোগ দেবভূমি উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে অবরুদ্ধ হয়ে পড়ল বদ্রীনাথ জাতীয় সড়ক। চামোলি পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির পর, নন্দপ্রয়াগ, ছিঙ্কা, গুলাবকোটি, পাগলনালা এবং কাঞ্চনালা (বদ্রীনাথ)-র কাছে ধ্বংসাবশেষের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

ভারী বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগে ভূমিধসের পর কাঁদামাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। নিহতরা সবাই নেপালি নাগরিক। ইন্সপেক্টর কর্ণ সিং-এর নেতৃত্বে এসডিআরএফ দল প্রায় ২ কিলোমিটার হেঁটে গিয়েছিলেন, তাঁদের বাঁচানোর জন্য। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে ফান্টা হেলিপ্যাডের কাছে খাট গাদেরার কাছে ধ্বংসস্তূপে আটকে পড়েন ৪ জন। খবর পাওয়া মাত্রই ত্রাণ ও উদ্ধার কাজে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু, ৪ জনকে বাঁচানো যায়নি।

এদিকে, দেহরাদূনে অবিরাম বৃষ্টির ফলে প্রাচীন তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে তমসা নদী ফুলে ফেঁপে উঠেছে। মন্দিরের আরতির পরে নদীর জলের স্তর বেড়েছে এবং দর্শনার্থীদের দর্শন করার আগে জলস্তর হ্রাস না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!