Country

1 week ago

Baba Siddiqui Murder Case: বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১৪

Baba Siddiqui Murder Case
Baba Siddiqui Murder Case

 

মুম্বই, ২৪ অক্টোবর : বাবা সিদ্দিকীর হত্যা মামলায় পুলিশের জালে আরও তিন। জানা যাচ্ছে, মুম্বই পুলিশ বুধবার গভীর রাতে পুণেতে অভিযান চালিয়ে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্ত রূপেশ রাজেন্দ্র মোহল, করণ রাহুল সালভে এবং শিবম অরবিন্দ কোহরকে গ্রেফতার করেছে। তিনজনই পুণের বাসিন্দা।

উল্লেখ্য, হরিয়ানার কৈথাল এলাকার বাসিন্দা বছর ২৯-এর অমিত হিসামসিং কুমারকে বুধবারই গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় বিধায়ক জিশান সিদ্দিকির দফতরের সামনে খুন হন বাবা সিদ্দিকি। দশেরার অনুষ্ঠানে বাজি ফাটানোর সময় সিদ্দিকিকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like!