Country

2 weeks ago

Paris Diamond League:প্যারিস ডায়মন্ড লিগে স্টিপলচেজে নিজের জাতীয় রেকর্ড ভাঙলেন অবিনাশ

Paris Diamond League
Paris Diamond League

 

নয়াদিল্লি, ৯ জুলাই :২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এইবারের গেমসে ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিনিধিত্ব করবেন অবিনাশ সাবলে। ভারতের এই স্টিপলচেজার প্যারিস ডায়মন্ড লিগে এক দুরন্ত পারফরম্যান্স দেখালেন। জাতীয় পর্যায়ে ৩০০০ মিটার স্টিপলচেজে নয়া নজির গড়েছেন তিনি। তিনি প্রতিযোগিতা শেষ করতে সময় নিয়েছেন ৮ মিনিট এবং ৯.৯১ সেকেন্ড। যা এক নয়া জাতীয় নজির। এর আগে এই নজির ছিল সাবলের। তিনি এর আগে ৮:১১:২০ মিনিট সময় নিয়ে তাঁর প্রতিযোগিতা শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। যা তিনি নিজেই ভেঙে দিলেন মঙ্গলবার। ২০২২ সালে এই নজির গড়েছিলেন সাবলে।

You might also like!