Country 6 months ago

Auto pilot snag in Spice Jet flight : অটোপাইলট ত্রুটি, নাসিকের উদ্দেশ্যে উড়েও দিল্লিতে ফিরল স্পাইস জেটের বিমান

Auto pilot snag in Spicejet flight

 

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : স্পাইসজেটের বিমানে যান্ত্রিক বিভ্রাটে আবারও ভোগান্তি। যাত্রী নিয়ে মাঝ আকাশেই ‘ইউ টার্ন’ করল স্পাইসজেটের বিমান। নাসিকের উদ্দেশ্যে উড়েও অটোপাইলট বিভ্রাটের কারণে দিল্লিতে ফিরে আসে স্পাইস জেটের বিমানটি। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেন ওই বিমানের যাত্রীরা।

দিল্লি থেকে নাসিকের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইসজেটের বি৭৩৭ এয়ারক্রাফ্ট ভিটি-এসএলপি অপারেটিং ফ্লাইট এসজি-৮৩৬৩ বিমান। বিমান সংস্থাটি জানিয়েছে, মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে পড়ে তাদের। প্রায় সঙ্গে সঙ্গেই ঝুঁকি না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। পরে ডিজিসিএ একটি বিবৃতি দিয়ে জানায়, বিমানটির অটোপাইলট সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীরাও সুরক্ষিত বলে জানিয়েছে তারা।


You might also like!