Country

10 months ago

Droupadi Murmu:ক্যাগ-এর নেতৃত্বে সরকারের অডিটর সংস্থা অখণ্ডতা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা শক্তিশালীকরণে অবদান রেখেছে : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লিতে তৃতীয় অডিট দিবস উদযাপনে অংশ নিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার গোটা টিম এক নিয়ন্ত্রক এবং এক পরীক্ষক হিসাবে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যারা দেশের উন্নয়ন যাত্রায় এক সহচর এবং পথপ্রদর্শক।

রাষ্ট্রপতি বলেছেন, এ যুগে ঔপনিবেশিক মন-মানসিকতা থেকে বেরিয়ে এসে সমতাভিত্তিক ও গণতান্ত্রিক চিন্তাধারায় এগিয়ে যাওয়াকে জাতীয় অগ্রাধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। ঐতিহ্য ও ব্যবস্থায় যা কিছু দরকারি তা আমাদের চালিয়ে যাওয়া উচিত এবং সাম্য, গণতন্ত্র এবং দ্রুত উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যা ত্যাগ করা বা উন্নত করা উচিত।

রাষ্ট্রপতির কথায়, এখন আমাদের দেশবাসী ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে যেতে চায়। এই লক্ষ্য অর্জনে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া-সহ দেশের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কমিউনিটিকে অবদান রাখতে হবে। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও উন্নয়নের জাতীয় লক্ষ্য অর্জনের পথে বাধা দূর করা এবং আর্থিক স্বচ্ছলতা ও বৈধতা নিশ্চিত করা হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া-সহ সুশাসনের জন্য বদ্ধপরিকর প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব।


You might also like!