Country

2 weeks ago

Delhi CM takes charges : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অতিশী, আবারও বিঁধলেন বিজেপিকে

Atishi Marlena (symbolic picture)
Atishi Marlena (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন অতিশী মারলেনা। সোমবার দুপুরে সচিবালয়ে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিশী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতিশী আবারও বিজেপিকে আক্রমণ করেছেন। অতিশী বলেছেন, "আমি দিল্লির মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছি। আগামী চার মাস আমি দিল্লি সরকার পরিচালনা করব, মর্যাদা এবং নৈতিকতার উদাহরণ স্থাপন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গত দুই বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কোনও খামতি রাখেনি বিজেপি।"

বিজেপিকে আক্রমণ করে অতিশী বলেছেন, "কেজরিওয়ালের উপর মিথ্যা মামলা করা হয়েছিল, তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং ছয় মাসের জন্য জেলে রাখা হয়েছিল... অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণ তাঁর সততার উপর আস্থা না দেখা পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। তাই তিনি পদত্যাগ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ার অরবিন্দ কেজরিওয়ালেরই। আমি আশাবাদী দিল্লির জনগণ তাঁকে আবারও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। ততক্ষণ পর্যন্ত চেয়ারটি এই অফিসেই থাকবে এবং অরবিন্দ কেজরিওয়ালের জন্য অপেক্ষা করবে।"

You might also like!