নয়াদিল্লি, ২৩ মে: স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ডকে বিজেপির চক্রান্ত আখ্যা দিলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তাঁর মতে, এই গোটা ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন অতিশী। তিনি বলেছেন, আর কত নীচে নামবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারই শোনা যায়, স্বাতী মালিওয়াল ইস্যুতে কেজরিওয়ালের বাবা ও মা-কে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ। যদিও, দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কেজরিওয়ালের বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হবে না।
যাইহোক, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী বলেছেন, "দিল্লির অসুস্থ বাবা-মা-কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে সমস্ত সীমা অতিক্রম করা হয়েছে। এতটা নীচে নামা কি বন্ধ করবেন প্রধানমন্ত্রী? ভোটের মাধ্যমে এসবের জবাব দেবেন দিল্লীবাসী। গোটা ঘটনাটি বিজেপির ষড়যন্ত্র।"