Country

1 week ago

Visakhapatnam:বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০টি নৌকা

A terrible fire broke out at the fishing port in Visakhapatnam
A terrible fire broke out at the fishing port in Visakhapatnam

 

বিশাখাপত্তনম, ২০ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল মৎস্য বন্দরে। রবিবার মধ্যরাতে মৎস্য বন্দরের একটি নৌকায় প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে ৪০টি নৌকায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে নৌকাগুলি। খবর পাওয়ার পর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে এনেছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

ডিসিপি আনন্দ রেড্ডি বলেছেন, "বিশাখাপত্তনম মৎস্য বন্দরে প্রথমে একটি নৌকায় আগুন আগুন লাগে, তারপর মধ্যরাতে প্রায় ৩৫টি ফাইবার-যান্ত্রিক নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকলের টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় কোনও হতাহতের অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।"


You might also like!