গুয়াহাটি, ১১ এপ্রিল : এবারের হাইস্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলচি বা মাধ্যমিক) পরীক্ষার ফলাফলে তফশিলি জাতি (এসসি) এবং চা বাগান জনগোষ্ঠীয় শিক্ষার্থীদের মধ্যে পাশের হার কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু। আজ শুক্রবার ‘অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ’ কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সামগ্রিক পাশের হার ৬৩.৯৮ শতাংশ। এর মধ্যে তফশিলি জাতিভুক্ত শিক্ষার্থী ৫৮.৫৬ শতাংশ এবং চা বাগান জনগোষ্ঠীয় শিক্ষার্থীরা আরও কম ৫১.৮৯ শতাংশ পাশ করেছে।
এই বৈষম্যের বিষয়টি লক্ষ্য করে শিক্ষামন্ত্রী ডা. পেগু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘এটা উদ্বেগজনক যে তফশিলি জাতি (৫৮.৫৬ শতাংশ) এবং চা বাগান জনগোষ্ঠীয় শিক্ষাৰ্থীদের (৫১.৮৯ শতাংশ) পাশের হার রাজ্যের গড়ের চেয়ে কম ২০২৫-২৬ সালে শিক্ষা বিভাগ শিক্ষার ব্যবধান পূরণ করতে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগত প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে এই দুটি সামাজিক ক্ষেত্রে মনোযোগী হস্তক্ষেপকে অগ্রাধিকার দেবে।’ প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৮,৪৪৮ জন তফশিলি জাতিভুক্ত শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২,৫৫৬ জন পাশ করেছে। অন্যদিকে চা বাগান জনগোষ্ঠীর ২,২৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র ১,১৯১ জন।